গাজীপুর মহানগরীর টঙ্গী আউচপাড়া মোক্তার বাড়ি রোডের মোঃ আলী হোসেনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শরিফুল ইসলাম(২২), শামীম মিয়া (২০), জাবেদ মিয়া (২৫) ,সোহাগ রানা (২১)।
পুলিশ ওই বাসা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা শেষে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত পৌনে ১১ টার দিকে ওই বাড়ির ৪থ তলায় মাদক কারবারিরা অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলমসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। খাটের নিচে স্কচটেপ দ্বারা মোড়ানো (১৩) বান্ডিল ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ উল্লেখিত চারজনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
COMMENTS