গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সরকারি জমি প্রায় ৫০ বছর ধরে দখলে রেখেছিল প্রভাবশালী একটি মহল। সম্প্রতি কোনাবাড়ী-কাশিমপুর রোডে অবস্থিত জরুন এলাকায় অভিযান চালিয়ে ৪ দশমিক ৮১ একর বা প্রায় ১৫ বিঘা জমি উদ্ধার করে প্রশাসন। উদ্ধার হওয়া এসব জমিতে বিদ্যালয়, খেলার মাঠ, কবরস্থান, কমিউনিটি সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সিটি করপোরেশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুন এলাকায় সরকারি জমি দখল করে ১ হাজার ৩০০ ঘর নির্মাণ করেন দখলদাররা। সরকারি হিসেবে ১২ জন দখলদারের কথা উল্লেখ করা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দখলদারদের প্রকৃত সংখ্যা ৫৮। গত ২১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দফা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয় সব অবৈধ স্থাপনা। গুঁড়িয়ে দেয়া হয় বহুতল ভবনসহ অন্যান্য স্থাপনা।
অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল আরেফিন জানান, উচ্ছেদ অভিযান ঠেকাতে প্রায় ১৫০ জনকে নিয়ে লাঠি দিয়ে হামলার চেষ্টা করেন অবৈধ দখলদাররা। এখানকার অনেকেই ঘরবাড়ি ও বহুতলবিশিষ্ট বাসা তৈরি করে ভাড়া প্রদান করতেন। এখান থেকে মাসে প্রায় ৪০-৪৫ লাখ টাকা বাসা ভাড়াই পেতেন অনেকে।
গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর কাউছার আহমেদ বলেন, আমার জন্মের পর থেকেই দেখে আসছি জায়গাটি অবৈধ দখলে। বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকেই দখল হতে থাকে সরকারি এ জায়গা। ৫৮ জন অবৈধ দখলদার ছিল এখানে। সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত বর্তমানে বিপুল মূল্যের সরকারি এ জায়গা দখলমুক্ত হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান বলেন, বিভিন্ন সময় অনেকে উদ্যোগ নিলেও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা যাচ্ছিল না এ ভূমি। মূল্যবান এ ভূমিতে অবৈধভাবে স্থাপনা তৈরি করে অনেকে ভাড়া আদায় করতেন। তাই আমাদের লক্ষ্য ছিল যেভাবেই হোক সরকারি এ ভূমি উদ্ধার করা। পরে জেলা প্রশাসন সিটি করপোরেশনের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান বলেন, সরকারি ৪ দশমিক ৮১ একর জমি অবৈধ দখলমুক্ত করতে ২১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি আমরা উচ্ছেদ অভিযান চালাই। উচ্ছেদ অভিযান বন্ধে নানাভাবে বাধা দেয়া হয়েছে। কিন্তু জনপ্রতিনিধি ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় আমারা অবৈধ দখল উচ্ছেদে সফল হয়েছি।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, অবৈধ দখলমুক্ত সরকারি এ ভূমিতে গণমুখী কাজ করা হবে। সরকারি বন্দোবস্ত নেয়া সাপেক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে বিদ্যালয়, খেলার মাঠ, কবরস্থান, কমিউনিটি সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় থাকা সরকারি ভূমি জেলা প্রশাসনের সহায়তায় দখলমুক্ত করে আরো গণমুখী কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS