গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় কলোনীতে অগ্নিকাণ্ডে এক শিশু নিহত এবং ১৮টি কক্ষ পুড়ে গেছে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন (১) স্থানীয় তেলিরচালা তালতলা এলাকার রেজাউল করিমের ভাড়াটে বাদল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা থানার পাকুলি এলাকায়।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, সকাল ৭টার দিকে ওই কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে কলোনীতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ারস্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
আগুনে ঘরের ভেতরে আটকে পড়া শিশুটিসহ কলোনির ১৮টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আরদিকে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে এক অগ্নিকাণ্ডে নজরুল ইসলামের মালিকানাধীন দুইটি দোকান ও মালামাল পুড়ে গেছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়া রাজ উদ্দিন।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS