গাজীপুর সদর উপজেলার পিরোজালী কাচারীপাড়া এলাকায় গ্লোরী ফুটওয়্যার লিমিটেড’র এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে কারখানার জিএম নাজমুল হোসেন ওরফে পাভেলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল হোসেন ওরফে পাভেল স্থানীয় ভাওয়াল মির্জাপুর কলেজ গেইট এলাকায় শাহজাহান সিকদারের বাসায় ভাড়া থেকে ওই জুতা কারখানায় চাকরি করেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার জালাই এলাকার ফরহাদ হোসেনের ছেলে।
এ ব্যাপারে ভিক্টিম বাদী হয়ে মঙ্গলবার প্রথম প্রহরে জয়দেবপুর থানায় মামলা করলে পুলিশ পাভেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার ওসি মো. মামুন আল রশিদ মামলার বরাত দিয়ে জানান, জিএম পাভেল বেতন বৃদ্ধি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে এক নারী সহকর্মীকে বিভিন্ন দিন ও সময়ে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। পরে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জিএম ওই নারী সহকর্মীকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ১০ জানুয়ারি জিএম তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানাতে বারন করেন।
মামলার বরাত দিয়ে ওসি আরও জানান, জিএম তার ওই সহকর্মীকে বিভিন্নরকম ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে কারখানা থেকে চাকরি ছেড়ে যেতে বাধ্য করেন। এ ঘটনায় মামলার পর পাভেলকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।
ভিক্টিম পুলিশকে জানান, বর্তমানেও জিএম তাকে নানারকম হুমকি দিচ্ছেন। আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে মামলা করতে দেরি হয়েছে বলে জানান ভিক্টিম।
COMMENTS