গাজীপুর মহানগরীর বাইপাস পেয়ারা বাগান গরুকাটা বীজ এলাকায় একটি দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
নিহত সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার চরশালদহ গ্রামের মোঃ কালু শেখের ছেলে আ. আজিজ(৪০) ও একই গ্রামের আজাদের ছেলে আলামিন (৪৩)। তারা উভয়ে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঔষুধের (র্ফামেসি) ও মুদির ব্যবসা করে একই এলাকায় বসবাস করতেন।
বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) পুলিশ ও স্থানীয় সূএে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় একটি দূত গতির মোটরসাইকেল চালক ও আরোহীসহ বাইপাস পেয়ারা বাগান গরুকাটা বীজ এলাকায় ইউটার্ন নিতে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পরে যায়।
পরে স্থানীয়রা এসে নিহতদের নিথর দেহ পরে থাকতে দেখে থানায় খবর দিলে বাসন থানা পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের আত্বীয়রা জানায়, আ. আজিজের কেনা নতুন মোটরসাইকেলটির কাগজ করার উদ্দেশ্যে সকালে কোনাবাড়ি থেকে গাজীপুরে রওনা দিলে মাঝ পথে বাইপাস পেয়ারা বাগান গরুকাটা বীজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা আছে।
COMMENTS