গাজীপুরে মঙ্গলবার রাতে এক লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। জেলা ইপিআই স্টোরে নির্ধারিত তাপমাত্রায় কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। নির্দেশনা পাওয়ার পরই শুরু হবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ফ্রিজারভ্যানে করে ১৮ হাজার ভায়ালে এক লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন গাজীপুরে পৌঁছেছে।
তিনি বলেন, ১৮ বছরের অধিক বয়সী সকলকে এ ভ্যাকসিন প্রদান করা হবে। এসসব ভ্যাকসিনের মধ্যে প্রায় ৫৭ হাজার গাজীপুর মহানগরে এবং বাকিগুলো গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
‘প্রাথমিকভাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কেন্দ্রে ওই ভ্যাকসিন প্রদান করা হবে। তবে ওই কার্যক্রম শুরু করতে এখন আমরা সংশ্লিষ্ট বিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছি। ইতোমধ্যে টিকা নেয়ার জন্য মানুষ অনলাইনেও নিবন্ধন করছেন।’
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওই ভ্যাকসিনের মধ্যে গাজীপুর সদরের জন্য ৬৫ হাজার, কালিয়াকৈর উপজেলার জন্য ১৭ হাজার, কালীগঞ্জ উপজেলার জন্য ৯ হাজার, কাপাসিয়া উপজেলার জন্য ১২ হাজার এবং শ্রীপুর উপজেলার জন্য প্রায় ১৭ হাজার ডোজ বরাদ্দ দেয়া হয়েছে।
COMMENTS