জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হল গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বানিয়ারচালা কাঁঠালবাগান এলাকার নাজমুল হকের বাড়ি থেকে বেলায়েত হোসেনসহ পাঁচ জুয়ারিকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
গ্রেপ্তার বাকিরা হলেন-গাজীপুর মহানগর গাছা থানার খাইলকৈর এলাকার আমান উল্লাহর ছেলে লিটন (৪৩), বানিয়ারচালা গ্রামের আব্দুল কাদিরের ছেলে ওসমান গনি (৩০), একই এলাকার জাহাঙ্গীরের ছেলে নাজমুল আলম (৩৮) ও গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ডুবোরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শওকত আলম (৫৫)।
জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়ারচালা নাজমুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকী চারজন বেলায়েতের সহযোগী। এ সময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
ওসি আরও জানান, বেলায়েত দীর্ঘদিন ধরে সদর উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর চালিয়ে আসছিলেন। এ ঘটনায় জয়দেবপুর থানায় বুধবার রাতে মামলা হয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS