গাজীপুর মহানগর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সালাউদ্দিন সরকারকে আহ্বায়ক, সোহরাব উদ্দীনকে সদস্য সচিব এবং শওকত হোসেন সরকারকে প্রথম যুগ্ম-আহ্বায়ক করে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আহ্বায়ক, সদস্য সচিব ও প্রথম যুগ্ম-আহ্বায়কের যৌথ স্বাক্ষরে আহ্বায়ক কমিটির সাংগঠনিক কর্মকাণ্ড (কমিটি গঠন প্রক্রিয়া) পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

COMMENTS