আসাদুল্লাহ মাসুম. কাপাসিয়া: প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এবং পার্টি অফিসে পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্টস্তবক অর্পণ, আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, উপজেলা পরিষদ চেয়াম্যান এড. আমানত হোসেন খান, ইউএনও ইসমত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান প্রমুখ।
COMMENTS