এম এ কবির: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ৪ দিনের সফরে মঙ্গলবার ২ মার্চ কক্সবাজার আসছেন।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মঙ্গলবার ২ মার্চ বেলা ২ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন বিকেল ৩ টায় তিনি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় আর্চারী চ্যাম্পিয়নশীপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল একইদিন বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও প্রস্তাবিত শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের স্থান পরিদর্শন করবেন।
৩ মার্চ বুধবার তিনি কক্সবাজার জেলা নতুন ইনডোর স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম আধুনিকায়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। একইদিন বিকেল ৪ টার দিকে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার ৪ মার্চ বিকেল ৩ টায় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়া পরিদপ্তর আয়োজিত বীচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন শুক্রবার ৫ মার্চ বিকেল ৩ টায় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ৪ দিনের কক্সবাজার সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মজিবর রহমান (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS