গাজীপুরের দেওলিয়াবাড়ি এলাকায় এ্যাকুয়া মিনারেল ওয়টার কারখানা সিলগালা করে দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও পাঁচ জনকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান কারখানাটি সিলগালা ও পাঁচ জনকে অর্থদণ্ড দিয়েছেন।
ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গাজীপুরের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী বাজার, পারিজাত কোনাবাড়ি, দেওলিয়াবাড়ি, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও বাজার ও জরুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখা এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জোর প্রচারণা চালানো হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং ও নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খাবার উৎপাদন করায় একটি বেকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
পরে দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ্যাকুয়া মিনারেল ওয়াটার উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সিনহা বাংলাদেশ (ট্রেড) লি. পরিদর্শন করে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পরিত্যক্ত বাথরুমের পাশে পাম্প স্থাপন করে অননুমোদিত উপায়ে পানি বোতলজাত করে এ্যাকুয়া মিনারেল লোগো ব্যবহার করছে।
তারা কোনো লাইসেন্স দেখাতে পারেনি বিধায় তাদেরকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারখানা সিলগালা করে দেওয়া হয়।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৬টি মামলায় এক লাখ ৮২ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া এ্যাকুয়া পানির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS