কৃষকের ফসল ঘরে তুলে দিতে উদ্যোগ নিয়েছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল। এরই অংশ হিসেবে শনিবার সকালে নেতাকর্মীদের নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের মিরেরগাঁও এলাকায় বিপদে পড়া কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন।
এসময় যুবলীগ নেতাকর্মীরা কৃষক আব্দুর রহিমের দুই বিঘা ক্ষেতের পাকা ধান কেটে মাড়াই করে দেন। ধান কাটায় অংশ নেন মহানগর যুবলীগ নেতা রাহাত খান, ২১নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক এমারত হোসেন সরকার ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ২৩ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক সাখাওয়াত হোসেনসহ মহানগর যুবলীগের নেতা-কর্মীরা।
এসময় কামরুল আহসান সরকার রাসেল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন করোনাভাইরাস চলাকালীন জাতির এই দুর্যোগকালীন কৃষকের পাশে দাঁড়াতে। তাই আমার যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে মহানগরীর কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি।
COMMENTS