অগ্রিম টাকা নিয়ে ভ্যাকসিন না দেওয়া গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি। আর কোনো দেশ অগ্রিম টাকা দেয়নি, এমনকি ভারতও দেয়নি। সুতরাং আমাদেরকে টিকা দিতেই হবে'।
আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গত ১৫ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নেন পাপন।
তিনি বলেন, সরকার সেরামকে অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী ভ্যাকসিন দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য না। সরকারের উচিত স্পষ্ট ভাষায় সেরামকে বলে দেওয়া যে অগ্রিম টাকা অনুযায়ী ভ্যাকসিন আমাদের দিতেই হবে।
পাপন বলেন, সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী দেড় কোটি ডোজ টিকা এতদিনে পাওয়ার কথা। সরকার পুরো টাকাই দিয়ে দিয়েছে কিন্তু হাতে পেয়েছে মাত্র ৭০ লাখ। বাকি ৮০ লাখ ডোজের জন্য সরকারের উচিত সেরামকে চাপ দেওয়া।
ক্রিকেট দল নিয়ে এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে আগে ওদের দেশে গিয়ে আমরা জিতেছি। এবার টেস্টে হেরে গেছি। টেস্টে আমরা ভালো ছিলাম না। এর আগের ওয়ানডে সিরিজেও এদের আমরা ৩-০ তে হারিয়েছি। আফগানিস্তান নিয়ে আমি কথাই বলতে চাই না।
তিনি আরো বলেন, নিউজিল্যান্ডে যারা গিয়েছিল তাদের অনেকেই সেখানে প্রথম গেছে। ওখানকার কন্ডিশনও কঠিন। সে কারণে সমস্যা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকান। সেখানে যারা ভালো করছে তাদের মধ্যে সবার আগে নাম আসবে শান্তর।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS