করোনাকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের পাশে এসে দাড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নিজেদের সাধ্যমত চেষ্ঠা করছেন সব দরিদ্র ও বিপর্যস্ত পরিবারগুলোকে সহায়তা দিতে।
এদিকে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত, কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো. কামরুল আহসান সরকার রাসেলের পক্ষ থেকে শুক্রবার দিনব্যাপি পাঁচ শতাধিক গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় তার সাথে ছিলেন- গাজীপুর মহানগর নগর যুবলীগ নেতা আব্দুল হালিম মন্ডল, আতিকুর রহমান রাহাত, আফজাল হোসেন পাপেল সরকার, হারুন অর রশিদ, মোঃ আলমাস, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান, হানিফ তালুকদার, সামাদ সহ মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
জানা যায়, করোনা ভাইরাস মহামারীর শুরু থেকে গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা রাসেল। এছাড়াও পবিত্র রমজান উপলক্ষে এলাকার মানুষদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে আসছেন তিনি।
COMMENTS