এপেক্স ক্লাব অব গাজীপুর এর উদ্যোগে আজ গাজীপুরের ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে সমাজের সুবিধাবঞ্চিত একশত পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভূবন লাল ভারতী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ-এর লাইফ গভর্নস ও অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতিল, জাতীয় সচিব এপেক্সিয়ান মোঃ রফিকুল ইসলাম, জাতীয় কোষাধ্যক্ষ এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার জেমাম আহমেদ, অতীত জেলা গভর্নর-২, এপে. আদিল হায়দার সেলিম, এপেক্স ক্লাব অব গাজীপুরের অতীত সভাপতি এপেক্সিয়ান সাজ্জাদুল হাসান ইলিয়াছ, অতীত সভাপতি এপেক্সিয়ান আবদুল মালেক, অতীত সভাপতি ও ক্লাব সেবা পরিচালক এপেক্সিয়ান মোহাম্মদ মাহবুবুর রশিদ খান সবুজ, অতীত সভাপতি এপেক্সিয়ান এস এম হাফিজুল্লাহ, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান আমিরুল ইসলাম সুমন, সভাপতি এপেক্সিয়ান রাব্বিব হাসান, ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ান এ এইচ সুমনসহ এপেক্স ক্লাব অব গাজীপুর এর অন্যান্য সদস্যবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রতি প্যাকেটে চিনিগুড়া চাউল- ১ কেজি, চিনি ১ কেজি, গুড়া দুধ ২০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১টা, কুলশন সেমাই ১টা, সয়াবিন তেল ৫০০ গ্রাম, সাবান ১টি।
COMMENTS