প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। এ সময় বৃহস্পতিবারের (২০ মে) মধ্যে তাকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণসহ স্বাস্থ্য বিভাগের সকল খবর বয়কটের ঘোষণা দিয়েছেন গাজীপুরের সাংবাদিকরা।
বুধবার (১৯ মে) সকালে গাজীপুর প্রেসক্লাব ও গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সকালে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সমাবেশ থেকে গাজীপুর স্বাস্থ্য বিভাগের সকল প্রকার সংবাদ বয়কটের ঘোষণা দেন সংগঠনের সভাপতি কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মুকুল কুমার মল্লিক, ইকবাল আহমদ সরকার, অনিল মন্ডল, মুজিবুর রহমান, মো. আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহ সামসুল হক রিপন প্রমুখ।
একই দিন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ভাওয়াল রাজবাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক এনামুল হক, আলমগীর হোসেন, রাহিম সরকার, সৈয়দ মোকছেদুল আলম, মীর ফারুক, এম এ ফরিদ, মাসুদ রানা, মাহমুদা সিকদার প্রমুখ।
সমাবেশ শেষে তারা সাংবাদিক রোজিনা ইসলামের কারামুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এ সমাবেশ থেকে রোজিনা ইসলামকে বৃহস্পতিবারের মধ্যে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি ঘোষণা করেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার।
COMMENTS