পাঁচ দিনব্যাপী ‘স্কাউট কনফারেন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ এর উদ্ভোধন আজ (বৃহস্পতিবার) বিকেল তিনটায়। ভার্চুয়াল কনফারেন্সে ৩৭টি দেশ থেকে ১৫০ জন এবং বাংলাদেশ থেকে নির্বাচিত ১০০ রোভার স্কাউট অংশ নেবেন। কনফারেন্সের থিম ‘স্কাউটিং ফর বেটার এনভায়রনমেন্ট’।
আজ বিকেল তিনটায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। বিশেষ অতিথি লিবিয়ার যুব প্রতিমন্ত্রী ফাতহাল্লাহ আবেদ আল লতিফ আল জানি ও বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরাম এর প্রেসিডেন্ট তাহা আয়হান।
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো: মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন ও এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কমিটির চেয়ারম্যান আহমদ রুশদি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ এবং বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত কনফারেন্সে ওআইসি সদস্যভুক্ত এবং মুসলিম কমিউনিটির ইয়ুথদের (রোভার স্কাউট), ঢাকা ইয়ুথ ক্যাপিটাল ২০২০, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের সহযোগীতা থাকছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS