মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে একাদশ জাতীয় সংসদের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে আজ দুপুর ১২টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভার কক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে, এতে বাজেট অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।
বেলা ৩টায় অর্থমন্ত্রী দেশের ৫০তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এবারের বাজেটের স্লোগান ‘জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি সচল রাখতে সব ধরনের পরিকল্পনা নিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট তৈরি করা হয়েছে। চলতি অর্থবছরের মতো এবছরও বাজেটে করপোরেট কর কমানো হচ্ছে। এবারের বাজেটে অগ্রাধিকারের তালিকায় আছে স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান ও কৃষি সেক্টর। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগে আছে চমক। দরিদ্রদের সুবিধা দিতে বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা।
উল্লেখ্য, চলতি (২০২০-২০২১) অর্থ বছরের বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS