গাজীপুর মহানগরের চান্দনা হাইস্কুল এন্ড কলেজ মাঠে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে যুবলীগের নেতা-কর্মী ও এলাকাবাসীর মাঝে ৭শ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু ওইসব চারা বিতরণ করেছেন।
কামরুল আহসান সরকার রাসেল’র সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ সদস্য এবিএম কাশেম মন্ডল, দেলায়ার হোসেন, মো. রাহাত খান, পাভেল সরকার, মো. হালিম মন্ডল, ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক বুলবুল আহমেদ, ১৫নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. মনির হোসেন, ২১ নংওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. এমারত হোসেন সরকার, পূবাইল থানা যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম প্রমূখ।
চারা অনুষ্ঠান বিতরণশেষে কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু চান্দনা হাইস্কুল এন্ড কলেজ চত্বরে কয়েকটি চারা রোপন করেন। কামরুল আহসান সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে এ বর্যা মৌসুমে গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডের এলাকাবাসীর মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। গাছ একদিকে যেমন পরিবেশ রক্ষা করে অপরদিকে আমাদের অক্সিজেনের চাহিদা মেটায় এবং খাবার-আসবাবের যোগান দেয়।
COMMENTS