গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজার এলাকায় সোমবার (১৪ জুন) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজু সুপার মার্কেটের ১৫ টি দোকান ভস্মীভূত হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার মাঝুখান বাজারের রাজু সুপার মার্কেটের সেলুনের দোকানের এসি থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহানে শিখা মার্কেটের অন্যান্য দোকান গুলিতে ছড়িয়ে পরে। মার্কেটের ১৫টি দোকান অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
এই অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় পান্ডা একটি জুতা তৈরির কারখানা থেকে টিম ফায়ার এক্সটিংগুইশার ৭০টি বোতল দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন ও মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS