গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মারুফ মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মানিক মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আলম জানান, পিকআপভ্যানের সহকারী হিসেবে কাজ করতো মারুফ মিয়া। সকালে পিকআপযোগে শ্রীপুরের দিকে যাচ্ছিল মারুফ। এ সময় ময়মনসিংহগামী একটি ট্রাকের পেছনে তাদের পিকআপের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারুফ মিয়া মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS