গাজীপুরে ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেওয়ার জেরে দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২১ জুন) দুপুরে কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের বড়গাও স্কুল কেন্দ্রের সামনের এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, ওই কেন্দ্রে মেম্বার পদপ্রার্থী আল আমিন মোল্লা ও জাহাঙ্গীর আলমের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাঁশের লাঠির আঘাতে ৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কালীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে ৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব সদস্যরা কাজ করছেন। ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬২৪ জন।
COMMENTS