গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাঘিয়া এলাকায় জোড়া খুনের ঘটনার সাত দিন পর নিহতদের পরিচয় শনাক্ত ও মূল আসামিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাওনা মাত্র আড়াই হাজার টাকার বিরোধের জেরে এ দু’জনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর থানার চাঁদপাড়া গ্রামের আলমগীর মিয়ার ছেলে মো. মাহমুদুল হাসান (২০) ও নিলফামারী জেলার ডিমলা থানার সাতনাই কলোনীর আলম মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (১৮)। নিহত মাহমুদুল হাসান ও রাকিব হাসান গাজীপুর সিটি করপোশেনের কোনাবাড়ি এলাকায় একটি বেকারি কারখানায় কাজ করতেন।
গ্রেফতারকৃতরা হলেন-গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কিসমত দূর্গাপুর মধ্যপাড়া এলাকার মুনসুর আলীর ছেলে রাসেল প্রধান (২৫) ও বগুড়া জেলার ধুনট থানার শৈলমারী গ্রামের মো. সাইদুল সরকারের ছেলে মো. শৈকত সরকার (২৪)।
রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান এসব তথ্য গণমাধ্যমকর্মীদের জানান। এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন), সহকারী পুলিশ কমিশনার (ডিবি, উত্তর) রিপন চন্দ্র সরকার, কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক সহ অন্যরা।
এসময় তিনি আরো জানান, গত বুধবার (৭ জুলাই) রাতে নগরীর কোনাবাড়ি থানাধীন বাঘিয়া এলাকার বিল থেকে অর্ধগলিত ভাসমান দুই মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলকে তথ্য প্রযুক্তির আওতায় এনে নিহতদের মোবাইল ফোন ট্যাগ করা হয়। পরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে একটি খাবার হোটেলের মালিক সৈকতের কাছ থেকে নিহতদের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরে হত্যকাণ্ডের মূল আসামী রাসেল প্রধানকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁর দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্ধিতে নিহতদের পরিচয় মিলে। রাসেল পুলিশকে জানায়, মাহমুদুল হাসানকে সে আড়াই হাজার টাকা ধার দেয়। পরে পাওয়া টাকা না দেয়ায় তাদের জাদুর কৌশল শেখাতে নিয়ে গিয়ে হত্যা করে সে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS