এম এ কবির: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। এমন অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংস করতে গাজীপুর মহানগরে এক যোগে ৫৭ টি ওয়ার্ডে কর্মসূচি শুরু করেছে সিটি করপোরেশন।
আনুষ্ঠানিকভাবে টঙ্গী বাজার এলাকায় আজ শনিবার সকালে এর উদ্বোধন করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম।
এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মসূচি শুরুর প্রথম দিনে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত মশার ওষুধ ছিটানো হয়।
এসময় মেয়র বলেন, গাজীপুর সিটিকে ডেঙ্গু মুক্ত করতে প্রথম পর্যায়ে ৩০০ মেট্রিক টন ওষুধ ছিটানো হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
ডেঙ্গু প্রতিরোধ সমাবেশে মেয়র জাহাঙ্গীর আলম আরো বলেন, সিটির ৫৭ টি ওয়ার্ডের কোন ওয়ার্ডে যাতে ডেঙ্গু মশা জন্মাতে না পারে সে লক্ষ্যে সব বাড়ি ঘরের মালিক ও প্রতিষ্ঠান প্রধানদের যৌথভাবে সচেতনতায় কাজ শুরু করেছি। সিটি কর্পোরেশনের মশক নিধন বাহিনী বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে যতটুকু পর্যন্ত ঢুকতে পারবে ততটুকু জায়গা পর্যন্ত পরিস্কার ও ওষুধ ছিটাবে সিটি কর্পোরেশনের কর্মী বাহিনী। যেখান সিটি কর্পোরেশনের মশক নিধন বাহিনী ঢুকতে পারবে না, ততটুকুতে নাগরিকরা তাদের নিজ দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্ন রাখলেই ডেঙ্গু প্রতিরোধ খুবই সহজ হয়ে যাবে। এ প্রসঙ্গে মেয়র জাহাঙ্গীর আলম, ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের মালিকদের তাদের আশপাশ এবং ছাদের ফুলের টবে জমে থাকা পানি জমিয়ে না রাখার আহবান জানান।
গাজীপুর সিটিতে ডেঙ্গু মশা প্রতিরোধে নাগরিকদের সচেতন করতে উদ্বোধনী দিনে নানা শ্লোগানের মধ্যে ছিল, পরিচ্ছন্ন পরিবেশ মশা মাছির বংশ শেষ, পরিবেশ রাখি পরিস্কার বন্ধ করি মশার বিস্তার, জমা পানির ক্ষমা নাই, তিনদিনে একদিন জমা পানি ফেলে দিন।
COMMENTS