এম এ কবির,গাজীপুর প্রতিনিধি: দেশে মহামারি করোনাভাইরাস এর প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় গাজীপুরে জরুরী ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে তার বাসভবনে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।
এসময় তিনি বলেন, সারাদেশ আজ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও এই ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। যারা করোনায় আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছে আত্মাবানবতার সেবায় গাজীপুর মহানগর যুবলীগ এর প্রত্যেকটি নেতাকর্মী অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। ইতি পূর্বে মহানগরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ থেকে শুরু করে অসহায় কৃষকের পাকাধানও কেটে দিয়েছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন,অক্সিজেন ফ্রি সার্ভিস সেবাটি হটলাইন নাম্বারের ফোন করলেই স্বেচ্ছাসেবী কর্মীরা অক্সিজেন নিয়ে হাজির হবে। আপাতত গাজীপুর মহানগরেই এ সেবা প্রদান করা হবে বলে জানান ওই যুবলীগ নেতা।
একইসঙ্গে অনুষ্ঠানে কোরোনা রোগীর জন্য ভিটামিন-সি যুক্ত ফলমূল এবং স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ারও ঘোষণা দেন রাসেল।
কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা মো. আতিকুর রহমান খান রাহাত, আফজাল হোসেন সরকার পাভেল, ১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, ২৩ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সাখাওয়াত হোসেন, ৪৭নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনির হোসেন সাগর, ১৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ১৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবি, যুবলীগ নেতা মশিউর রহমান মাসুম, আক্তার সরকার, আনোয়ার পারভেজ প্রমুখ।
আপাতত গাজীপুর মহানগরেই এ সেবা প্রদান করা হচ্ছে বলে জানান এ যুবলীগ নেতা। সেবা পেতে হটলাইন: ০১৭১৩৫৯০৩৫৯, ০১৭৫৮২৯৯৯৪৩ এ যোগাযোগ করতে হবে।
COMMENTS