গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।
গত চব্বিশ ঘণ্টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকা রোগতত্ত¡,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়। তাদের মধ্যে থেকে ২২ জনের শরীরে করোনার নমুনা শনাক্ত হয়েছে বলে রোববার আইইডিসিআর থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তকারীদের তথ্য দেয়া হয়।
করোনায় আক্রান্তকারীদের মধ্যে মোক্তারপুর ইউনিয়নে ১ জন,জামালপুর ইউনিয়নে ৫জন,বক্তারপুর ২ জন,বাহাদুরসাদী ১ জন, নাগরী ইউনিয়নে ১জন, কালীগঞ্জ পৌর এলাকায় ৭ জন ও তুমলিয়া ইউনিয়নের ৫ জন রয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, এই যাবত ৬৮০৩ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে থেকে ৯৫৯ জনের শরীরে করোনার নমুনা পাওয়া যায়। এদের মধ্যে ২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ৮৩৭ জন আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়েছেন।
জাঙ্গালিয়া ৪৩ জন,মোক্তারপুর ৫০ জন,জামালপুর ৬৮ জন, বক্তারপুর ৭০ জন,বাহাদুরসাদী ৭৭ জন,তুমলিয়া ১১৪ জন ও নাগরী ইউনিয়নে ১০০জন এই যাবত ইউনিয়ন ভিত্তিক করোনায় আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে কালীগঞ্জ পৌর এলাকায়। এ যাবত পৌর এলাকায় ৩৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
অন্যান্য এলাকায় অর্থাৎ পাশ্ববর্তী পলাশ উপজেলা ও গাজীপুর সদর উপজেলাসহ অদ্যবধি ৬৯ জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য রয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS