আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া প্রতিনিধি: কাপাসিয়া উপজেলা উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চারশত কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এ উপলে ৩০ জুন বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ সুমন কুমার বসাক এর তত্তাবধানে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমানত হোসেন খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। উপজেলার ১১টা ইউনিয়নের ৪০০ জন কৃষকের মাঝে এই কৃষিপণ্য বিতরণ করা হয় ।
কৃষিবিদ সুমন কুমার বসাক জানান, ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হলো। এরমধ্যে, ৪০০ কৃষকের মাঝে প্রতিজনে ৫ কেজি করে উফসী জাতের ধানের বীজ, ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সার দেওয়া হয় এবং ২৫ জন কৃষকের মাঝে প্রতিজনে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ, ২০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার দেওয়া হয়।
এ হিসেব মতে উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১৭০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে।
COMMENTS