নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার, জুলাই ০৬, ২০২১ গাজীপুর মহানগরীর কাউলতিয়ার দক্ষিণ সালনার পলাশটেক ও জোলারপাড় এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে একজন বীর মুক্তিযোদ্ধাকে ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী এবং ৩৫ নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
COMMENTS