টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে।
বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনেকে।
দুই বোনের সঙ্গে দুই ভাইয়ের বিয়ে নিয়ে মজা করেছেন কেউ কেউ। হাসি-ঠাট্টার ছলে বলেছেন, চেহারার মিল থাকায় ভুল করে বর-বউ বদল হয়ে যেতে পারে। তখন কিন্তু মহাবিপদ।
কঠোর বিধিনিষেধের মধ্যে গত বৃহস্পতিবার উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে ফাতেমা ও ফারজানার সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন ও আমিনুলের বিয়ে হয়।
মেয়েদের ফুফাতো দুলাভাই রবিউল ইসলাম জানান, যমজ দুই বোনের জন্য যমজ দুই ছেলের সন্ধান পাওয়া যায় ঘটকের মাধ্যমে। মেয়েরাও মাস্টার্স শেষে করেছেন, আবার ছেলে দুজনও মাস্টার্স শেষ করে একটি কোম্পানি চাকরি করছেন। পরে বিধিনিষেধের কারণে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এক লাখ টাকা করে কাবিননামায় তাদের বিয়ে হয়। এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখতে বিয়েবাড়িতে ভিড় করেন অনেকে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS