ঈদের আগের দিন ঢাকায় গরু বিক্রি করে কিশোরগঞ্জে ফেরার পথে গাজীপুর মহানগরের সালানা এলাকায় সাতজন গরু বেপরীর ১৩লাখ টাকা লুটের ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নাটোর সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকার সভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও তাদের হেফাজত থেকে একটি ট্রাক এবং এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নাটোরের সিংরাই থানার বনপুরী গ্রামের রজব আলী (৩০), একই গ্রামের জাহাঙ্গীর আলম (২৩), নাটোর সদর থানার লক্ষীপুর খোলাবাজার এলাকার আবুল বাশার ওরফে বাদশা (৪৫) ও রাজশাহীর বেলপুকুর থানার মহেলদা গ্রামের মাইনুল ইসলাম (৩০)।
বৃহস্পতিবার (৫আগষ্ট) দুপুরে গাজীপুর পুলিশ এস এম শফিউল্লাহ তার কার্যালয়ে এক সংবাদ সমম্মেলনে জানান, কোরবানীর ঈদের আগের দিন গত ২০ জুলাই গরু বেপারী মুনজুরুল হক ও তার প্রতিবেশী ৬ জন গরু বেপারী ময়মনসিংহের গফরগাঁও থেকে ১৪ টি কোরবানীর গরু বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার গুলশান নতুনবাজার গরুর হাটে যান। তারা ১৪ টি গরু নগদ ১৩ লাখ টাকায় বিক্রয় করেন। পরে গরুর বেপারীরা গ্রামের বাড়ি কিশোরগঞ্জে ফেরার উদ্দেশ্যে গুলশান থেকে একটি ট্রাকে উঠেন। পরে রাত অনুমান সাড়ে ৯ টার দিকে গাজীপুর মহানগরের সালনা ব্রীজের কাছে পৌছালে গরুরীর ব্যাপারীদের এলোপাথারি মারপিট করে গামছা দিয়া চোখ হাত পা, বেধে তাদের সঙ্গে থাকা নগদ ১৩ লাখ টাকা ও ৭ টি মোবাইল ফোন লুট করে নেয়।
পরবর্তীতে ভিকটিমসহ সকলকে হাত পা চোখ বাধা অবস্থায় জয়দেবপুর থানাধীন বাশরী রোডের পশ্চিম পাশে ফেলে রেখে পালিয়ে যায়। ওই ঘটনায় মঞ্জুরুল হক বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ১৪দিন পর পুলিশ অভিযান চালিয়ে নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের চারজন গ্রেফতার করা হয়। এসময়ে তাদের হেফাজত থেকে এক লাখ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, বাকি টাকা ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা হাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন ও গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন প্রমুখ।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS