গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে লকডাউন অমান্য করে যাত্রী বহন করায় উত্তরবঙ্গের ৩৭টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসগুলো তিন থেকে চার গুণ বেশি ভাড়া নিয়ে রাতে চলাচল করছে।
আজ শনিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময়ে গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহমেদ খানের নির্দেশে বাসগুলো আটক করা হয়।
পরে আইনগত ব্যবস্থা হিসেবে গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেয় সালনা হাইওয়ে পুলিশ। সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, লকডাউন বাস্তবায়নে হাইওয়ে পুলিশ সড়কে কঠোর অবস্থানে রয়েছে। কিছু অসাধু ড্রাইভার রাতের আঁধার বেশি ভাড়া পাওয়ার আশায় যাত্রী বহন করছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।
এর আগে গতকাল রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ৪০টি যাত্রীবাহী গাড়ি আটক করে গাজীপুর হাইওয়ে পুলিশ।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS