এম এ কবির: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে তিনি করোনা পজিটিভ হওয়ার সংবাদ নিশ্চিত করেন। তিনি বলেছেন, নগরবাসীসহ দেশবাসীর নিকট আমি দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে জনসেবা করার সুযোগ দেন।
এর আগে গতরাতে মেয়র অসুস্থ অনুভব করলে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। আজ বিকেলে তিনি করোনা পজিটিভ বলে জানান।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়র। ২০১৩ সালের প্রথম নির্বাচনে বিএনপির অধ্যাপক এম এ মান্নান মেয়র নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম মেয়র হন। জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পর গাজীপুর মহানগরের চিত্র পাল্টে যায়। মহানগরের উন্নয়নে দিন-রাত পরিশ্রম করছেন তিনি।
সারা পৃথিবী যখন করোনায় আক্রান্ত, নিজের পিতা,মাতা ও ছেলে সন্তান থেকে যখন নিজেকে নিরাপদ রাখতে ব্যস্ত। ঠিক তখনই বাংলাদেশে আর্শিবাদ হয়ে গোটা দেশকে তাক লাগিয়ে চারটি প্রাইভেট বিমান ভাড়া করে কোটি কোটি টাকার করোনা মোকাবিলায় সরঞ্জামাদি এনে আলোচনায় গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম।বাংলাদেশে তিনিই একমাত্র ব্যক্তি, যে কিনা করোনার শুরু থেকে শেষ পর্যন্ত নিজের গাড়ি বহরের সাথে এ্যাম্বুলেন্স নিয়ে দৌড়াইতেন। তার এই মহানুভবতা দেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর সহ চিকিৎসা সেক্টরে দারুন প্রশংসিত হয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। জীবনের নিরাপত্তার কথা না ভেবে, করোনায় আক্রান্ত ব্যক্তির সাথে কথা বলা,খোজ খবর নেওয়া,দাফন কাফন করা এগুলো ছিলো তার নিত্য দিনের সঙ্গী।
![]() |
সংবাদকর্মী ইকবাল সরকারকে পরম মমতায় নিজ হাতে পিপি- মাস্ক পরিয়ে দিয়েছিলেন মেয়র |
সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে,করোনাকালীন মহা দুর্যোগে বাংলাদেশে অসামান্য মানবিক অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত ও অন্যান্য দেশসমূহের ডিপ্লোমেটিক স্পাউসদের সংগঠনের পক্ষ থেকে “কোভিড হিরো” উপাধিতে ভূষিত হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। এ ছাড়া হাজার হাজার মানুষকে নিজ হাতে অনুূদান দেন তিনি। বাংলাদেশের ইতিহাসে কোন মেয়র দৈনিক ২০ ঘন্টা কাজ করেন এমন উদাহরণ সৃষ্টি করেছেন মেয়র জাহাঙ্গীর। গাজীপুর মহানগরবাসীর অভিভাবক ও নগর পিতা করোনাকে উপেক্ষা করে জনসমক্ষে অধিকাংশ সময় জনতার ভীড়ে থেকে সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।
নগরবাসী ইতোমধ্যে মেয়র জাহাঙ্গীর আলমের রোগমুক্তি কামনায় বিভিন্নস্থানে দোয়া ও মিলাদের আয়েজন করছেন।
COMMENTS