গাজীপুরের টঙ্গীতে দুটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। একটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকের সংঘর্ষে ছয় জন পুলিশ ও তিন জন আনসার সদস্য আহতের খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার টঙ্গীর ভাদাম এলাকার ক্রসলাইন নিট ফেব্রিক লিমিটেড ও দারাইল এলাকার এস অ্যান্ড পি বাংলা লিমিটেডে এ বিক্ষোভের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, টঙ্গীর ভাদাম এলাকার ক্রসলাইন নিট ফেব্রিক লিমিটেড কারখানার গত কয়েকদিনে বিনা কারণে ১০ শ্রমিককে কর্তৃপক্ষ ছাঁটাই করে। তাদের চাকরিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে সহকর্মীরা গত তিন দিন ধরে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছিল। বৃহস্পতিবার ওই দাবির পরিপ্রেক্ষিতে উৎপাদন বন্ধ রেখে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করে।
এসময় ভাদাম-টঙ্গী আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শ্রমিকদের বিক্ষোভ থামাতে ও সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
শ্রমিকদের দাবি, টিয়ারশেলের ধোঁয়া ও রাবার বুলেটের আঘাতে অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে শ্রমিক আহতের বিষয়টি অস্বীকার করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প, মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা অন্তত ৬০ রাউন্ড টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। শ্রমিকদের ইটপাটকেলে পুলিশের ছয় এবং আনসার বাহিনীর তিন জন সদস্য আহত হন।'
তিনি আরও বলেন, 'আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে, শ্রমিক আহতের কোনো ঘটনা নেই।'
ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তার মুঠোফোনে ফোন করলে তা রিসিভ হয়নি।
এদিকে, টঙ্গীর দারাইল এলাকার এস অ্যান্ড পি বাংলা লিমিটেডের শ্রমিকদের কারখানায় নামাজ পড়া, পাঞ্জাবি-টুপি পড়া থেকে বিরত থাকার আদেশ দেওয়ায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিক্ষোভ করে শ্রমিকরা।
শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এস আলম জানান, ৩ আগস্ট কারখানা কর্তৃপক্ষ কারখানার ভেতরে নামাজ পড়া, টুপি, পাঞ্জাবি পড়া থেকে বিরত থাকার জন্য একটি নোটিশ দেয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে ওই আদেশ প্রত্যাহারের দাবি জানায়।
পরে কারখানা কর্তৃপক্ষ নোটিশটি প্রত্যাহার করে আরেকটি নোটিশ দিলে শ্রমিকরা কাজে যোগ দেন বলে জানান তিনি।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS