টঙ্গীর আউচপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিপুল সরঞ্জামসহ ২ লাখ ৫৪ হাজার টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করেছে। এসময় মোঃ সজিবুল ইসলাম প্রকাশ সবুজ (৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে উত্তরা র্যাব-১।
র্যাব জানায়, শুক্রবার রাত ৩টায় একটি আভিযানিক দল গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সুলতানা রাজিয়া রোড এলাকার একটি বাড়িতে জাল টাকা তৈরি করে আসছে একটি চক্র। উক্ত সংবাদের ভিত্তিতে তারা ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় সেখান থেকে ২ লাখ ৫৪ হাজার টাকা মূল্যমানের জালনোট, ২টি প্রিন্টার, ১৯টি জাল টাকা বানানোর ফ্রেম, ২টি জাল টাকা তৈরীর মেশিন, ১.২০০ কেজি জাল টাকা তৈরীর কাচের গুড়া, ১.৮০০ কেজি স্পিরিট, ৪ কৌটা গাম, ৮ বোতল বিভিন্ন ধরণের কেমিক্যাল, ১২টি ফয়েল পেপার, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ড এবং ৩৭ বান্ডেল কাগজসহ জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের মুঠফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS