দেশে করোনা শনাক্তের হার ৩ শতাংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭৪৪টি নমুনা সংগ্রহ ও ২৬ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২১ সেপ্টেম্বর শনাক্তের হার ৪ শতাংশে নেমে আসে। এরপর আজ (বৃহস্পতিবার) পর্যন্ত টানা ১০ দিন শনাক্তের হার ৫ শতাংশের নিচেই ছিলো।
গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ৪ দশমিক ১২ শতাংশে। এছাড়া ২৮ সেপ্টেম্বর ৪ দশমিক ৪৯ শতাংশ, ২৭ সেপ্টেম্বর ৪ দশমিক ৩৬ শতাংশ, ২৬ সেপ্টেম্বর ৪ দশমিক ৪১ শতাংশ, ২৫ সেপ্টেম্বর ৪ দশমিক ৫৯ শতাংশ, ২৪ সেপ্টেম্বর ৪ দশমিক ৫৪ শতাংশ, ২৩ সেপ্টেম্বর ৪ দশমিক ৬১ শতাংশ, ২২ সেপ্টেম্বর ৪ দশমিক ৭৯ শতাংশ এবং ২১ সেপ্টেম্বর ৪ দশমিক ৬৯ শতাংশে দাঁড়ায় সংক্রমণের হার।
এদিকে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ৫১০ জনের মৃত্যু হয়। রোগী শনাক্ত হয় ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS