গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিতি পেয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যেক পাড়া মহল্লায় নেতাকর্মীদেরকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বরর) ময়মনসিংহ যাওয়ার পথে বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার পুষ্পদাম রিসোর্টের সামনে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাহাউদ্দীন নাসিম স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে সাধারণ মানুষ আপনাদের ব্যাবহার বা আচরণে অসন্তুষ্ট হয়। সবসময় তাদের সেবা করবেন এবং প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা তাদের কাছে পৌছে দিবেন।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জের পরিচালনায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ. কে. এম আফজালুর রহমান বাবু, উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক লিটন মিয়া এবং হারুন-অর রশীদ বিএসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
COMMENTS