নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে ডুয়েট ডে-২০২১ উদযাপিত হয়েছে। আজ বুধবার সকালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে ডুয়েট ডে-র উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
এ সময় অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ রঙিন বেলুন ও ফেস্টুন উড়ান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এর আগে সূর্যোদয়ের সময় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
‘মুজিব শতবর্ষের অঙ্গীকার/প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়বার’-এই শ্লোগানকে উপজীব্য করে উদযাপিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, শিক্ষা ও গবেষণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ অনুসরণ করে আজ বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু ড. কুদরত-এ-খুদা কমিশনের মাধ্যমে শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে যে নির্দেশনা প্রদান করেছিলেন, তার মাধ্যমে আজ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ‘ডুয়েট ডে’ উপলক্ষে গোটা ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS