গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, চাঁদাবাজি-ধান্ধাবাজি করে দলকে (আওয়ামী লীগকে) যাতে কেউ খাট করতে না পারেন এবং কারোর কাছে যেন হাত পাততে না হয় সে জন্য দলের জন্য নিজের সব বিলিয়ে দিয়েছি। আমি উত্তরায় পরিবার নিয়ে থাকতে পারতাম, কিন্তু এলাকায় রাস্তার পাশে বাড়ি করে থাকি; যাতে সব সময় নগরবাসী ও দলীয় নেতাকর্মীরা আমাকে কাছে পায়। আমার দরজা সবার জন্য সব সময় খোলা। বাড়িতে কোন গেট রাখিনি এবং দরজা বন্ধ করে ঘুমাই না। যাতে সবাই সব সময় আমাকে কাছে পায়। এভাবে দলকে শক্তিশালী করেছি বলেই আজ আমার বিরুদ্ধে ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সেলিনা ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা ফাহিমা আক্তার হোসনার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়নসহ আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
COMMENTS