এম এ কবির: নানা আয়োজনে গাজীপুরে বিশ্ব পর্যটন দিবস ২০২১ উদযাপিত হয়েছে।
বিশ্ব পর্যটন দিবস ২০২১ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা আজ দুপুরে (২৭ সেপ্টেম্বর) ভাওয়াল সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্ত্বপূর্ন বক্তব্য দেন গাজীপুরের সম্মানিত জেলা প্রশাসক এস এম তারিকুল ইসলাম।
গাজীপুর ট্যুরিস্ট ক্লাব এর নেতৃবৃন্দ শহরে র্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া বিকেলে ছুটি রিসোর্টে গাজীপুর ট্যুরিস্ট ক্লাব আলোচনা সভাসহ নানারকম ইভেন্ট এর আয়োজন করেছে।
দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা। এছাড়াও, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।
এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন (Tourism for Inclusive Growth)।
উল্লেখ্য বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর তারিখে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে।
COMMENTS