জাতিসঙ্ঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্রাউন জুয়েল’ উপাধিতে ভূষিত করায় গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে আনন্দ সমাবেশে হামলা হয়েছে। হামলার শিকার হয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মাহমুদা সিকদার, সাংবাদিক এম এ ফিরোজ, নজরুল ইসলাম আজহার প্রমুখ। বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
![]() |
হামলার ঘটনা চলাকালীন |
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুম জানান, জাতিসঙ্ঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্রাউন জুয়েল’ (মুকুট মণি) উপাধিতে ভূষিত করায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে একটি আনন্দ সমাবেশে আয়োজন করা হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ আলী জবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর এ হামলা চালায়।
এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে বিকেলে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক মাহমুদা সিকদার, মোহাম্মদ আলম, জাতীয় পার্টি নেতা ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা রিপন খান, শরীফুল ইসলাম শরীফ প্রমুখ। পরে একটি প্রতিবাদ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশ বক্তরা সাংবাদিকদের কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
COMMENTS