আগ্নেয়াস্ত্র দেখিয়ে জনমনে ভয় সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে টঙ্গীর স্থায়ী বাসিন্দা মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল সরকারকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১।
এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি, ১টি পিস্তলের বক্স, ২টি পিস্তলের কভার, ১টি পিস্তলের লাইসেন্স ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গত বুধবার বিকেলে উত্তরার একটি ফ্ল্যাট থেকে মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল সরকারকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ জানায়, ফেসবুকের আদলে তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম হার্টস বুক এবং আর এস বি গ্রুপের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল সরকার। এছাড়াও ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করে জামানত হারান। এক সময় বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের গাজীপুর শাখার আহ্বায়ক ছিলেন তিনি। তবে কয়েক বছর ধরে নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আসছেন রুবেল সরকার।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমদ জানান, রুবেল সরকার তার ব্যক্তিগত দেহরক্ষী ফারুকসহ অজ্ঞাতনামা আরো ২জনকে নিয়ে রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকাসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে ভীতি সৃষ্টি করার উদ্দেশে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ান এবং লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে থাকেন। এ কাজে সহযোগীতার জন্য অবৈধভাবে অস্ত্রসহ ৩ জন দেহরক্ষী নিয়োগ করেন তিনি। এছাড়াও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ছবি আপলোড করেন। দীর্ঘ সময় গোয়েন্দা নজরদারী করার পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উত্তরা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিনসহ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল সরকার টঙ্গী বাজার এলাকার স্থায়ী এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS