যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে দেশের অসহায় দুস্থ মানুষের কল্যাণ ও তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করা। এ লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করে যাচ্ছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে।
প্রতিমন্ত্রী রাসেল শুক্রবার গভীর রাতে টঙ্গীর নোয়াগাঁওয়ের নিজ বাসভবনে টঙ্গী আওয়ামীলীগ অফিসের অফিস সহকারী মৃত আবদুল হান্নানের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
অফিস সহকারী হান্নান ৮০ দশক থেকে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী হয়ে টঙ্গীর আওয়মী লীগ কার্যালয়ে অফিস সহকারীর দায়িত্ব পালন করে গত বছর মারা যান। মৃত্যুর পর স্থানীয় এমপি মন্ত্রী রাসেল জানতে পারেন হান্নানের বসবাসের জন্য কোন ঘরবাড়ি নাই। অসহায় এই পরিবারটির বাড়িঘর তৈরী করে দেবার সহায়তার আবেদন করেন আওয়ামী লীগের গাজীপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। তাঁর ডাকে সাড়া দিয়ে মন্ত্রী রাসেল জমি কেনার জন্য ৯ লাখ টাকার চেক ও ৪ রুম বিশিষ্ট একটি টিনসেট বাড়ি করে দেবার জন্য আরো ৫ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করেন। এ ছাড়া হান্নানের মেয়ে শারমিনের টঙ্গী হাসপাতালে একটি চাকরিরও ব্যবস্থা করে দিয়েছেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জয়নাল আবেদিন বিএ, রজব আলী, আহসান উল্লাহ ও আলহাজ আনোয়ার হোসেন প্রমুখ।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS