গাজীপুরের শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দিয়েছে ছাত্রলীগ।
শনিবার দুপুরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজে এ ঘটনা ঘটে। মিছিলে থাকা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। মিছিলে অংশ নেয়া প্রায় সকলের হাতে অস্ত্র ছিল। এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মুক্তিযুদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধা বলেন, স্বাভাবিক দিনের মতো কলেজে ক্লাস করতে যাওয়ার পরপরই প্রশাসনিক ভবনের কাছ থেকে একটি মিছিল নিয়ে ছাত্রদলের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এতে কমপক্ষে ছাত্রদলের পাঁচজন আহত হয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: জাকিরুল হাসান জিকো বলেন, এরা ছাত্রলীগের নামদারি নেতা। এ দায় ছাত্রলীগ নেবে না।
শ্রীপুর মুক্তিযুদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক আব্দুল হান্নান বলেন, কলেজ চলাকালীন সময়ে অস্ত্রের মহড়া হয়েছে। এতে কলেজের কয়েকজন শিক্ষার্থী ছিল।
তিনি বলেন, এ ঘটনা সাথে সাথে পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বাকি ব্যবস্থা নেবেন কলেজের অধ্যক্ষ।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, ঘটনা জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS