এম এ কবির: আইন থাকা সত্ত্বেও প্রায় এক যুগ ধরে ইউএনওরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুমোদন না নিয়েই কার্যক্রম পরিচালনা করে থাকেন।
যেটাকে আইন ও সংবিধান পরিপন্থী আখ্যা দিয়ে গত ৭ ডিসেম্বর বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার বাদী হয়ে হাইকোর্টে রিট করেন।
উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব দপ্তরের কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে করার বিধান নিশ্চিত করতে ইউএনওদের প্রতি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ বিবাদীকে অনতিবিলম্বে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। সার্কুলারে হাইকোর্টের আদেশের বিষয়টি উল্লেখ করতে বলা হয়েছে। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের পক্ষে করা এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য ঐতিহাসিক এই মামলার অন্যতম বাদী গাজীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ দুজনেই গাজীপুরের সন্তান। রিনা পারভীন গাজীপুর জেলা আওয়ামী জেলা মহিলা লীগের সভাপতি এবং সেলিম আজাদ গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক।
এছাড়া সেলিম আজাদ বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও রিনা পারভীন আইন বিষয়ক সম্পাদক।
COMMENTS