ঈদ-ই-মিলাদুন্নবির সরকারি ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর, বুধবার পুনঃনির্ধারণ করেছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এই ছুটি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।
হিজরি ক্যালেন্ডারের ১২ রবিউল আউয়াল মুসলমান ধর্মাবলম্বীদের মহানবী হজরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদ-ই-মিলাদুন্নবি হিসেবে পালন করা হয়।
বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটির দিন। এ বছর ১৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবির সরকারি ছুটি নির্ধারণ করা ছিল। তবে চাঁদ দেখার ভিত্তিতে তা পরিবর্তিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, “যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করেছে সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনঃনির্ধারণ করবে।”

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS