কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি মণ্ডপে উত্তেজনা ঘিরে পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উৎসুক জনতা পুলিশ ও পূজামণ্ডপ লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এছাড়াও মণ্ডপ ভাঙচুর করা হয়। এই হামলা ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। এতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ কান্দিরপাড়ার নানুয়ার দীঘির পাড় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ হয়ে গেছে নগরীর প্রতিটি সড়কের দোকানপাট। স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা নগরীর ঔনানুয়া দীঘির উত্তর পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিক্ষিত একটি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০০ রাউন্ড রাবার বুলেট, গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। জনতার হামলায় ইট, পাথর ও পুলিশের রাবার বুলেটের আঘাতে অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে জুয়েল নামে কুমিল্লা সিটি কর্পোরেশনের এক কর্মীকে। তিনি উৎসুক জনতার হামলার শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই পূজামণ্ডপে একটি ধর্মীয় গ্রন্থ পাওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয় একটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা ঘিরে ওই পক্ষ দাবি তোলেন পূজা মন্ডপ সরিয়ে নেওয়ার জন্য। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করে। কিন্তু সকাল ১১টায় হঠাৎ স্থানীয় কিছু উৎসব জনতা হামলায় জড়িয়ে পড়ে। নিক্ষেপ করা হয় ইটপাটকেল। মণ্ডপে ভাঙচুর চালানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনতার মধ্যে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। হামলাকারীদের উপর পুলিশ প্রায় ১০০ রাউন্ড রাবার বুলেট, গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। জনতার হামলা ও পুলিশের গুলিতে অন্তত ৫০ জন আহত হয়।
কুমিল্লা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন, আমরা মুসলমান ভাইদের বলবো এ বিষয় নিয়ে আর কোনো উশৃংখল ঘটনা তৈরি না করতে। প্রশাসন আমাদের সাথে বসেছেন বিষয়টি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
কুমিল্লা পুলিশ সুপার মো.ফারুক আহমেদ বলেন, ‘কোন হিন্দু বা মুসলমান নয় মণ্ডপে ধর্মগ্রন্থ রাখার বিষয়ে যেই জড়িত তদন্ত করে তাকেই আইনের আওতায় আনা হবে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS