গাজীপুরে নিজের মাকে হত্যার দায়ে শাহজাহান খান সাজু (৪৫) নামে এক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এই দণ্ড দেন।
একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি শাহজাহান খান সাজু আদালতে উপস্থিত ছিলেন।
সাজুর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁচারস এলাকায়। তার বাবার নাম আমছের আলী খান ও মাতার নাম আনোয়ারা বেগম।
আদালত ও এজাহার সূত্রে জানা গেছে, আমছের আলী ও আনোয়ারা দম্পতির এক ছেলে শাহজাহান খান সাজু এবং এক মেয়ে মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম মারা যাওয়ার পর থেকে সাজু জমি সংক্রান্ত বিষয়ে তার বাবা-মাকে নির্যাতন করতেন। এক পর্যায়ে ২০১৬ সালের ১৯ মার্চ সাজু বাড়ির পাশে তাদের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটেন। তার বাবা নিষেধ করলে সাজু তাকে গালি দেন এবং মারধর করেন। এসময় মা আনোয়ারা বেগম স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে সাজু দা দিয়ে তার গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সাজু পালিয়ে যান। পরে এ ব্যাপারে আনোয়ারার ভাই হাসেম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন।
পরবর্তীতে সাজু আদালতে আত্মসমর্পণ করে এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই বছরের ৩০ আগস্ট সিআইডি পুলিশ সাজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS