এম এ কবির: সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেল ৩ টায় জয়দেবপুরস্থ দলের মহানগর কার্যালয়ের সামনে থেকে সমাবেশের উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন।
এতে প্রধানঅতিথি হিসেবে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ এডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মেয়র জাহাঙ্গীর আলম এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা এর প্রতিরোধ করবো। হিন্দু ভাইদের বলব আপনাদের ভয় নাই শেখ হাসিনা আপনাদের সাথে আছে, আওয়ামী লীগ আপনাদের সাথে আছে।
তিনি বলেন আমরা সবাই সমান ভাবে যার যার ধর্ম পালন করি। কাউকে ছোট করে দেখার অবকাশ নাই।
সমাবেশ থেকে সনাতম ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে দলটির নেতারা বলেছেন, ভয় নেই, পাশে আছি; সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলা হবে।
সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি শোভাযাত্রা দলীয় কার্যালয়ে এসে সমাপ্তি ঘটে।
COMMENTS