গাজীপুরের টঙ্গীতে ৪তলা থেকে পড়ে নিহত এনামুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবককে স্থানীয়রা চোর বলে সন্দেহ করছে।
রোববার ভোররাত ৩ টার দিকে সফিউদ্দিন স্কুল রোডের হাজী সালাউদ্দিনের বাড়ির ৪তলা থেকে পড়ে সে মারা যায়। নিহত এনামুল বরিশালের গৌরনদী উপজেলার তরকির চরের মৃত মমিন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে হাজী সালাউদ্দিনের বাড়িতে চুরি করতে বিল্ডিংয়ের ৪তলায় সানসেটে ওঠেন এনামুল। এসময় বিল্ডিংয়ের ৪তলা থেকে নিচে পড়ে যায়। পরে এলাকাবাসী টঙ্গী পশ্চিম থানার পুলিশকে খবর দিলে পুলিশ নিহত ওই যুবককে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪তলার সানসেট থেকে পড়ে মারা গেছে। ডাক্তারের রির্পোটেও সত্যতা পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS