গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পালে অষ্টম শাবকের জন্ম হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) জন্ম নিয়েছে এই পুরুষ জেব্রা শাবকটি।
তবিবুর রহমান জানান, জেব্রা পালে এ বছরই আরও সাতটি শাবকের জন্ম হয়। নতুন শাবক নিয়ে পার্কে জেব্রার মোট সংখ্যা এখন ৩১টি। এর মধ্যে ১৫টি পুরুষ এবং ১৬টি স্ত্রী জেব্রা। নতুন জেব্রা শাবক ও তার মা সুস্থ আছে। মায়ের সঙ্গে শাবকটি পার্কের বেষ্টনীতে ঘোরাফেরা করছে। পুষ্টিমানের কথা বিবেচনায় এনে মা জেব্রার খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। প্রধান খাবার ঘাস ছাড়াও মা জেব্রাকে ছোলা, গাজর ও ভুসি দেওয়া হচ্ছে। সাফারি পার্কে এভাবে প্রজনন চলতে থাকলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও জেব্রা রফতানি করা সম্ভব হবে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS